সারাদেশে সমবায় দিবস পালিত

মানবজমিন প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০

দোহার দোহার (ঢাকা) প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করেন। গতকাল সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ।কটিয়াদীকটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদীতে সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল এ উপলেক্ষ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।শ্রীমঙ্গল শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে পালিত হলো সমবায় দিবস। গতকাল এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রাঙ্গামাটিরাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতেও পালন করা হয়েছে জাতীয় সমবায় দিবস। গতকাল সকালে শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। দিবসটি পালনে রাঙ্গামাটি শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ ও জেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র‌্যালিটি পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। জয়পুরহাটজয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সমবায় দিবস। গতকাল সকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা সমবায় কর্মকর্তা রঘুনাথ হালদার।ঝিনাইদহে ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৪৮তম সমবায় দিবস পালিত হয়েছে।জেলা সমবায় বিভাগের আয়োজনে গতকাল সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সমবায় অফিসার সৈয়দ নূরুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তাড়াশ তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: তাড়াশে  সমবায় দিবস উপলক্ষে র‌্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ উপলক্ষে র‌্যালি উপজেলা চত্বরে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলায়তনে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। রাজারহাট রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। নবাগত ইউএনও মোহা.যোবায়ের হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সমবায় কর্মকর্তা  মো. শাহ্‌ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মণ্ডল সাবু, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, জেলা পরিষদ সদস্য আবদুস ছালাম, বিশিষ্ট সমবায়ী ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রমুখ। পুঠিয়াপুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: পুঠিয়ায় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল দিবসটি উপল েউপজেলার প্রধান প্রধান সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হিরা বা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও