![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2019/11/02/image-239170-1572653539.jpg)
বাগদাদির মৃত্যুর পর আইএসের ভবিষ্যৎ কী?
জঙ্গিবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবুবকর আল বাগদাদির মৃত্যুর খরব যে প্রশ্নটিকে এখন সামনে আনল তা হচ্ছে- এরপর কী? বাগদাদির মৃত্যুর মধ্য দিয়েই কি অবসান ঘটবে আইএসের জঙ্গিবাদী তৎপরতা? এ প্রশ্নগুলো এখন বারবার আলোচিত হতে থাকবে।