![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/11/01/650x365/Benjir.jpg)
দস্যু জীবনে ফিরে গেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি র্যাব মহাপরিচালকের
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৯, ১৩:০৬
সুন্দরবনের দস্যু জীবন থেকে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তারা যদি আবারও দস্যুতায় জড়িয়ে পড়েন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ শুক্রবার সকালে বাগেরহাটে সুন্দরবন দস্যু মুক্ত ঘোষণার এক বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বেনজীর আহমেদ বলেন, দস্যু জীবনে ফিরে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দস্যুতা না থাকায় সুন্দরবনে পর্যটন দ্রুত প্রসারিত হচ্ছে। এসময় র্যাব মহাপরিচালক সাবেক দস্যুদের ৬৮টি মামলা দ্রুত নিষ্পত্তিরও তাগিদ দেন। গত বছর এই দিনে সবশেষ…
- ট্যাগ:
- বাংলাদেশ
- হুশিয়ারি
- দস্যু
- বেনজির আহমেদ
- বাগেরহাট