স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা দরকার
১১ লাখ রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানজনিত বহুমাত্রিক প্রভাব ব্যাপকভাবে আলোচিত হয়েছে গণমাধ্যমে। তবে এই আলোচনার প্রাসঙ্গিকতা ফুরিয়ে যাওয়া দূরে থাকুক, হ্রাসও পায়নি। মিয়ানমার থেকে প্রাণভয়ে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একজনকেও এখন পর্যন্ত দেশটি ফিরিয়ে নেয়নি। লিখেছেন আলী ইমাম মজুমদার।