প্রিক্যারিয়েত: সবচেয়ে ‘বিপজ্জনক’ শ্রেণি
সবখানেই নতুন এক শ্রেণি উঠে দাঁড়াচ্ছে। এদের বলা হচ্ছে প্রিক্যারিয়েত। গত শতকে যেমন প্রলেতারিয়েত, তথা শ্রমিকশ্রেণি ছিল পুঁজিবাদ ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের সামনের সারিতে; সহস্রাব্দের পর তাদের জায়গা নিয়েছে প্রিক্যারিয়েত তথা শহুরে নিম্নবর্গ। অসহ্য অসন্তোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাখো কোটি আধুনিক বেদুইন—যাযাবর। বলা হচ্ছে, তারাই সবচেয়ে বিপজ্জনক শ্রেণি। লিখেছেন ফারুক ওয়াসিফ
- ট্যাগ:
- মতামত
- সবচেয়ে বিপজ্জনক