ক্লাসে অশালীন বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
ছাতকে শ্রেণিকক্ষে পাঠদান চলাবস্থায় পাঠ্যবই বহির্ভূত অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তাৎক্ষণিক ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ওই শিক্ষকের অপসারণ দাবি করে। শনিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসায় পাঠদান অবস্থায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক জাফর সিদ্দিকি’র বিচার ও অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয় সূত্রে জানা যায়, সিংচাপইড় ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসায় প্রভাষক হিসেবে ২০০২ সালে যোগদান করেন জাফর সিদ্দিকি। যোগদানের পর থেকেই এ শিক্ষক নানা অপকর্মের জন্য বিতর্কে জড়িয়ে পড়েন। ওই শিক্ষকের চারিত্র্যিক বৈশিষ্ট মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজনের কাছে ক্রমেই স্পষ্ট হতে থাকে। প্রভাষক জাফর সিদ্দিকী’র অশালীন কর্মকাণ্ডের জন্য মাদ্রাসায় একাধিক বার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা জানান, পৃথক ওয়াশ রুম থাকা সত্ত্বেও প্রভাষক জাফর সিদ্দিকী ছাত্রীদের ওয়াশ রুম ব্যবহার করে থাকেন। যা ছাত্র-ছাত্রীদের কাছে দৃষ্টিকটূ মনে হলে তারা এর প্রতিবাদ জানায়। গত ৭ই অক্টোবর ছাত্রীদের নির্দিষ্ট ওয়াশ রুম ব্যবহার করা সহ মাদ্রাসার শিক্ষক জাফর সিদ্দিকির সাথে শিক্ষার্থীদের তুমুল বাক-বিতণ্ডা ঘটে। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিক্ষোভ মিছিল করে জাফর সিদ্দিকির অপসারণ দাবি করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.