কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মানবজমিন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০০:০০

সারা দেশে নানা আনুষ্ঠানিকতার মধ্যে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে র‌্যালি বের করে পুলিশ সদস্যরা। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে-মৌলভীবাজার স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই স্লোগান নিয়ে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। গতকাল দিবসটি উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোর সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান। দুপুরে মৌলভীবাজার পৌর জন মিলন কেন্দ্রে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে ও সদর মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজমল হোসেন, সাধারণ সম্পাদক  মিছবাহুর রহমান। কিশোরগঞ্জ স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে কেক কেটে ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন সাবেক আইজিপি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিলমারী চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের চিলমারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় চিলমারী মডেল থানার আয়োজনে চিলমারী মডেল থানা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। পরে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল নিত্যানন্দ বর্মন, ওসি তদন্ত ইফতেখারুল ইসলাম, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রমুখ বক্তব্য রাখেন।শিবচরশিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সকালে শিবচর থানা পুলিশের আয়োজনে এই দিবস পালন করা হয়। গতকাল সকালে শিবচর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হরা হয়। কমিউনিটি পুলিশিং শিবচর উপজেলার সমন্বয়ে কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কমলগঞ্জ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  শনিবার কমলগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। কমলগঞ্জ থানা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়। কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বের হওয়া র‌্যালিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যপক রফিকুর রহমান,কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ও ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, কমলগঞ্জ পৌর মেয়র মো.জুয়েল আহমদ প্রমুখ অংশ নেন। পরশুরাম পরশুরাম (ফেনী) প্রতিনিধি: পরশুরামে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সকালে পরশুরাম মডেল থানা চত্বর থেকে বিশাল র‌্যালি বের করা হয়। পরে শেখ কামাল মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুবুর রহমান পিপিএমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান আলহাজ কামাল উদ্দিন মজুমদার। এসআই রেজাউল রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।ঠাকুরগাঁও ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। গতকাল সকালে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ঠাকুরগাঁও জেলার আয়োজনে পুলিশ সুপারের চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় কেক কেটে দিনটির উদ্‌যাপন শুরু করে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।  ডুমুরিয়াডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ ইং পালন করেছে জেলা পুলিশ। গতকাল দুপুরে উপজেলা স্বাধীনতা স্মৃতি পরিষদ চত্বর মাঠে জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায়, স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি, খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্ল্যা বিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম ও অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী, জেলা পুলিশিং ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, বি-সার্কেল সজীব খান, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম।মনোহরদী মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। গতকাল সকালে মনোহরদী থানা ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি মনোহরদী থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দিন। রাজারহাট  রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে গতকাল সকালে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় রাজারহাট থানা চত্বর থেকে পুলিশ-কমিউনিটি পুলিশিং এর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল্লাহ্‌ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে এক আলোচনায় মিলিত হয়। সভায় থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। নবীগঞ্জ স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে: নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল দুপুরে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান সব সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান। এসআই সমিরণ চন্দ্র দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। পাকুন্দিয়া পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে পাকুন্দিয়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পাকুন্দিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে থানা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট বাগেরহাট প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন এমপি। মাগুরামাগুরা প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’। এই স্লোগান নিয়ে মাগুরায় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে গতকাল সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্থানীয় জন প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা অংশ নেন। পরে পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যরা। শ্রীমঙ্গল শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় শ্রীমঙ্গল থানার আয়োজনে র?্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দের র‌্যালিটি উদ্বোধন করেন। এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দস ছালেকের সঞ্চালনায় র‌্যালি পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, কমিনিউটি পুলিশিং শ্রীমঙ্গল সভাপতি ডা. হরিপদ রায় ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। রাজিবপুররাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: রাজিবপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার প্রধান ফটকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কুড়িগ্রাম জেলা মহিলা সদস্য রাজিয়া সুলতানা রেনু, রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল, ভূমিহীন সমিতির সভাপতি রশিদ সরদার প্রমুখ।ওসমানীনগর ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ওসমানীনগরে  কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার এ উপল েওসমানীনগর থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদণি করে থানা সম্মুখে গিয়ে শেষ হয়। পরে এ উপলক্ষে  থানা হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশের সভাপতি আতাউর রহমান। ঝিনাইদহঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়।  অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর ব্যানার, ফেস্টুন নিয়ে  ঝিনাইদহ শহরে একটি বর্ণাঢ্য রেলি বের হয় এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিার্থীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও