টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। ৩রা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজে টাইগাররা তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। আর ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ মনে করেন আসন্ন সিরিজে স্বাগতিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। ‘ভেরি ভেরি স্পেশাল’ খ্যাত লক্ষ্মণের চোখে টি-টোয়েন্টিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। তবে এই ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছে টাইগাররা। নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলে হারা ছাড়াও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ রানের হার তার প্রমাণ। লক্ষ্মণ ভারতীয়দের সাবধান করে বলেন, ‘টি-টোয়েন্টিতে তাদের হালকা করে দেখার সুযোগ নেই। এই সংস্করণে ভারতের বিপক্ষে বাংলাদেশ সব সময় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে।’স্টার স্পোর্টসের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত লক্ষ্মণ মনে করেন দক্ষিণ আফ্রিকার চেয়ে এই বাংলাদেশ দল বেশি অভিজ্ঞ। সম্প্রতি ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি দলটি। ভারতের হয়ে ১৩৪ টেস্ট ও ৮৬ ওয়ানডে খেলা লক্ষণ বলেন, ‘আমার মতে ভারত বনাম বাংলাদেশ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমান দক্ষিণ আফ্রিকা দলটির চেয়ে বাংলাদেশ দল বেশি অভিজ্ঞ এবং তাদের খেলোয়াড়েরাও ফর্মে আছেন।’সূচি অনুযায়ী ৩রা নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ ৭ই নভেম্বর রাজকোট ও ১০ই নভেম্বর নাগপুরে অনুষ্ঠিত হবে। ১৪ই নভেম্বর ইন্দোরে গড়াবে প্রথম টেস্ট। আর ২১শে নভেম্বর কলকাতার ইডেন টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের ভারত সফর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.