![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/22/592c5b5a1f9486d31d4616ac922e9535-5daeaecde7d5e.jpg?jadewits_media_id=1479636)
ছোট চুলের ঠাটবাট
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ১৩:১৯
ছোট চুল এখন ঘাড় অবধি আর নেই। ছুঁয়েছে কাঁধও। চলতি ফ্যাশন এটা। এই দৈর্ঘ্যের চুল রাঙানো যায়, বাঁধাও যায় নানা মতো। ছোট চুলের বাঁধনেও এসেছে নতুনত্ব। ছোট চুল। শুনলেই যেন চোখে ভেসে ওঠে ঘাড় অবধি ছাঁটা ছোট চুলের ছবি। তবে ছোট চুলের দৈর্ঘ্যটা এখন শুধু ঘাড় পর্যন্তই সীমাবদ্ধ নেই, তার দৈর্ঘ্য বেড়েছে। কাঁধ পর্যন্ত নেমে আসা ছোট চুলে এখন রং আর বাঁধার ঢঙে আসছে নতুনত্ব। মিউনিস ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা...