নাওয়া-খাওয়া ভুলে কেউ পরের উপকারে ঝাঁপিয়ে পড়লে সন্দেহ হয়, আড়ালে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? স্বার্থ ব্যতীত পরোপকারের দৃশ্য সুলভ না হওয়ায় নির্জলা পরহিতৈষণায় এই ধরনের সন্দেহ প্রকাশ এ সমাজে সহজাত প্রতিক্রিয়া বলে প্রতীয়মান হয়। কিন্তু পরহিতৈষণা যাঁদের কাছে সাধারণ কর্তব্য, তাঁরা সংখ্যাগরিষ্ঠের সন্দেহে সংকুচিত হন না। বৃহত্তরের প্রশংসার লোভেও উদ্গ্রীব থাকেন না। তাঁরা কর্তব্য করে যান। খুলনা নগরের...
- ট্যাগ:
- মতামত
- শিক্ষার্থী
- পরোপকার
- খুলনা