রঙিলা পেশাজীবী
এই বিবর্ণ সময়ে উজ্জ্বল, রঙিন আমাদের পেশাজীবীরা। সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আমলা ও শিল্পীরা রঙধনু রঙে রঙিন। বিবর্ণ সময় বলছি এজন্য যে, সামাজিক বিভিন্ন সংকটে আছি। সমাজ রাজনীতিবিচ্ছিন্ন কোনও জনপদ নয়। মূলত রাজনীতি থেকে আদর্শবাদী মানুষেরা নির্বাসনে যাওয়ার কারণেই সমাজ রোগাক্রান্ত...