১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বর্বর ও মানবসভ্যতার শত্রু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের কয়েকজন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করে তার সর্বকনিষ্ঠ পুত্র শিশু রাসেলকেও। অবুঝ এই শিশুর হত্যাকাণ্ডে কেঁপে ওঠে বিশ্ববিবেক। কবিদের কলমও রক্তাক্ত হয়ে ওঠে, হাহাকারে বিদীর্ণ হয় তাদের হৃদয়। বাংলা কবিতার দীপ্ত পুরুষ কবি শক্তি চট্টোপাধ্যায় রাসেলকে নিয়ে লেখেন, 'শিশুকেও মাতৃক্রোড়ে হত্যা করে বধ্য রাজনীতি/এও কি মানুষ করে?' সত্যি তাই। বঙ্গবন্ধুর পুত্রশিশু রাসেল রাজনীতি বুঝত না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.