সেই ছেলেটি ছিল, নেই
না, ছেলেটিকে আমি চিনতাম না। নামও জানতাম না। দেখা হয়নি কখনো। চিনি না তার পিতাকেও। কিন্তু তবু আবরার ফাহাদকে আমি চিনি। কারণ আমি অভিজিৎ, দীপনদেরও চিনি। পশুত্ব, সহিংসতা ও নৃশংসতার শিকার ওদের কেউ আমার অচেনা নয়।
না, ছেলেটিকে আমি চিনতাম না। নামও জানতাম না। দেখা হয়নি কখনো। চিনি না তার পিতাকেও। কিন্তু তবু আবরার ফাহাদকে আমি চিনি। কারণ আমি অভিজিৎ, দীপনদেরও চিনি। পশুত্ব, সহিংসতা ও নৃশংসতার শিকার ওদের কেউ আমার অচেনা নয়।