ব্যাংকের কথিত তারল্য সংকট এবং প্রাসঙ্গিক কিছু কথা
একটা কথা আমরা অনেক দিন থেকেই শুনে আসছি যে ব্যাংকে অর্থ নেই, বিশেষ করে ঋণ দেয়ার ক্ষেত্রে। অর্থের ঘাটতি হওয়াকে অনেকে লিকুইডিটি শর্টেজ বা তারল্য সংকট বলে। তবে লিকুইডিটি শর্টেজ এবং লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে পার্থক্য আছে। কোনো ব্যাংক সাময়িকভাবে তারল্য ঘাটতিতে পড়তেই পারে।