
শঙ্কার দ. আফ্রিকা হোক সম্ভাবনার শ্রমবাজার
বিদেশ থেকে যখন কোনো প্রবাসীর মৃতদেহের কফিন এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে, তখন কষ্টে চোখের পানি ধরে রাখতে পারি না। আর সেই মৃতদেহটি যদি কোনো রেমিট্যান্স যোদ্ধার হয়, তাহলে কষ্টের মাত্রাটা আরও বহুগুণে বেড়ে যায়। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সেসব মানুষ প্রবাসে ছুটে যায়। দেশত্যাগ করে বছরের পর বছর অজানা-অচেনা দেশে পরে থাকা প্রবাসীদের কষ্ট তাদের মতো করে আর কারও বোঝার কথা নয়।