প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতে করণীয়
প্রধানমন্ত্রী কোনো কর্মকর্তার গাফিলতির কারণে উন্নয়ন প্রকল্প প্রণয়নের সময় ভুল অ্যাসেসমেন্ট হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। দেশ ও জাতির কল্যাণ বিবেচনায় দেরিতে হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা সাধুবাদযোগ্য।