স্থায়ী ঠিকানার বিড়ম্বনা
ধনবান ক্যাসিনো পরিচালকদের একজনের কুড়ি কিংবা একুশটি বাড়ি ও অ্যাপার্টমেন্টের খবর বেরিয়েছে। তিনি ভাগ্যবান, নিজ মালিকানাধীন যেকোনো একটি বাড়ির ঠিকানা তিনি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন। তার পিতা বা পিতামহকে পথের ভিখারি মনে করা ঠিক হবে না।