আইন কার্যকর না করেই সংশোধন?
প্রতিদিন দুর্ঘটনায় লোক মরছে। বেপরোয়া গাড়িচালক ট্রাফিক সার্জেন্ট ও কনস্টেবলকেও চাপা দিয়ে পালিয়ে যান। সড়ক পরিবহন আইনে কোনো কোনো ক্ষেত্রে সংশোধন হলেও এর চেতনার সঙ্গে যেন কোনোভাবেই আপস করা না হয়। তবে কার্যকর করতে আরও অধিকতর বিলম্বও আইনটিকে তাচ্ছিল্য করার নামান্তর। লিখেছেন আলী ইমাম মজুমদার