![](https://media.priyo.com/img/500x/https://cdn.bn.ntvbd.com/site_images/photo-1569771120.jpg)
প্রজাশূন্য সম্রাটের দরবার!
ntvbd.com
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০
সব সময় শতাধিক নেতাকর্মী নিয়ে চলাফেরা করতেন তিনি। তাঁর কার্যালয়ে থাকত হাজারো নেতাকর্মীর ভিড়। সেই কার্যালয় এখন খাঁ খাঁ করছে। এ যেন মন্ত্রী-প্রজাশূন্য এক সম্রাটের দরবার। বলছিলাম ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি আলহাজ মো. ইসমাইল হোসেন...