কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শাবিতে ২ দিনব্যাপী ‘মেকনোভেশন’ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মেকনোভেশন-২০১৯’ শুরু হয়েছে। গতকাল সকাল ১১টায়  বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর আগে র‌্যালি ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহসিন আজিজ খান ও প্রভাষক নুরুজ্জামান সাকিব প্রমুখ। আয়োজনের প্রথমদিনে টেকনিক্যাল পার্টে মোট চারটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে ৯টি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। লাইন ফলোয়ার রোবোটিক্স কন্টেস্টে ৩০টি দল, আইডিয়া প্রেজেন্টেশনে ১২টি, ডিজাইন কন্টেস্টে ১৪টি এবং রুবিক্স কিউব কন্টেস্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রুবিক্স কিউবে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীও অংশ নিচ্ছে। দ্বিতীয় দিন (শনিবার) ক্যারিয়ার বিষয়ক সেমিনার ছাড়াও সমাপনী, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন