
‘আমি সেই হতভাগ্য পিতা, যার কাঁধে সন্তানের লাশ’, তৌকিরের জানাজায় বাবা
ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নগরীর সপুরা গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এ সময় তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
দাফনে অংশ নেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিক, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ।
এর আগে বিকাল সাড়ে ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সেনা ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ হাজারো মানুষ।
জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। সেখানে বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম ও মামা মতিউর রহমান।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তহুরুল ইসলাম বলেন, “আমি সেই হতভাগ্য পিতা, যে সন্তানের লাশ কাঁধে নিয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের সবার জন্য দোয়া চাই।”