ছাদবাগান ও ডেঙ্গু আতঙ্ক
কিছুদিন আগে সংবাদপত্রের একটি লেখা দেখে বেশ অবাক হয়েছি। একজন রবীন্দ্রসংগীতশিল্পীর বাড়ির ছাদবাগান ধ্বংস করা হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণের নামে। কারণ ছাদবাগানে ফুলের টব, ড্রাম বা অন্য পাত্রের জমা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এর থেকে মশার বংশবিস্তার ঘটে, আর ওই মশাগুলোর কামড়ে মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। তাই হয়তো...