পাইলস খুব জটিল রোগ
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
পাইলসের কারণে মলদ্বারে ব্যথা ও ফুলে যায়, রক্ত বের হয় এবং মলদ্বারের বাইরে কিছু অংশ ঝুলে পড়ে। আবার ভেতরেও ঢুকে যায়। এটি খুব জটিল রোগ। গুরুত্ব না দিলে ক্রমে কঠিন আকার ধারণ করে। তবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি নির্মূল করা যায়। পাইল দুধরনের। রক্ত ও বায়ুজনিত। রক্ত অর্শের ক্ষেত্রে মলের সঙ্গে রক্ত, হলদে কিংবা লালচে পানির মতো দুর্গন্ধযুক্ত পদার্থ বের হতে দেখা যায়। বায়োজনিত অর্শে মলের সঙ্গে রক্ত কিংবা লালচে বা হলুদে পানি দেখা না গেলেও মলদ্বারে চুলকানি, অসহনীয় ব্যথা…