
শীতের মৌসুমে ত্বকের সঠিক পরিচর্যার জন্য অলিভ অয়েল সবচেয়ে উপকারী। মডেল: পাপিয়া, ছবি: নূর।
শীতকালীন ত্বকের যত্নে অলিভ অয়েলের ফেসমাস্ক
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০
(প্রিয়.কম) ত্বক ও চুলের যত্নে হাজার শত বছর ধরে যে প্রাকৃতিক তেল ব্যবহৃত হয়ে আসছে সেটা হলো অলিভ অয়েল। এতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যেমন: ফাইটোস্টেরোলস, পলিফেনলস এবং ভিটামিন-ই ত্বকের জন্য বিশেষভাবে উপকারী প্রাকৃতিক উপাদান। মূলত সারা বছর ধরেই ব্যবহার করা যায় অলিভ অয়েল। তবে শীতের সময় ত্বকের শুষ্কভাব কমাতে এই তেল অন্যান্য সকল উপাদানের চাইতে বেশী কার্যকরী। অলিভ অয়েলে থাকা উপাদান ত্বকে পুষ্টি জোগাতে এবং ত্বক কোমল রাখতে সাহায্য করে থাকে। সাধারণত অলিভ অয়েল ব্যবহারের জন্য কোন বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় না। হাতে পরিমাণ মতো তেল নিয়ে মুখ ও শরীরের অন্যান্য অংশে ম্যাসাজ করলেই যথেষ্ট।
তবে দারুণ উপকারী এই তেল দিয়ে সহজ কিছু ফেসমাস্ক তৈরি করলে একইসাথে মুখের ত্বক কোমল থাকবে এবং ত্বকের গভীর থেকে পরিস্কার হবে। আজকের ফিচার থেকে জেনে নিন শীতকালীন সময়ের জন্য উপযোগী অলিভ অয়েল দিয়ে তৈরি দারুণ কিছু ফেসমাস্কের বিবরণ।
অলিভ অয়েল ও মধুর ফেসমাস্ক
অলিভ অয়েল এবং মধুর মিশ্রণ ত্বকের জন্য দারুণ উপকারী একটি মিশ্রণ হিসেবে প্রমাণিত। দারুণ এই দুইটি উপাদানের মিশেল ব্যবহারে ত্বক তার স্বাভাবিক রং ও উজ্জ্বলতা ফিরে পায়।
ব্যবহারবিধি
অলিভ অয়েল ও মধু উভয় উপাদান এক চা চামচ পরিমাণ নিতে হবে। দুইটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে পুরো মুখে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে ১-৫ মিনিট সময় রেখে দিতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে ২-৩ বার এই ফেসমাস্কটি ব্যবহার করতে পারেন।
অলিভ অয়েল ও কলার ফেসমাস্ক
ত্বকের উপকারের ক্ষেত্রে অলিভ অয়েল সবসময় অনন্য। এর সাথে কলা যোগ করলে সেটা ত্বকের ক্ষেত্রে সর্বাধিক উপকারী মিশ্রণে পরিণত হয়। কারণ কলাতে রয়েছে ভিটামিন-বি৬। যা ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগাতে এবং ত্বককে কোমল ও মোলায়েম করতে সাহায্য করে থাকে।
ব্যবহারবিধি
একটি পাকা কলা ভালোমতো পিষে নিতে হবে। এর সাথে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। পুরো মুখ ও ঘাড়ের ত্বকে ভালোমতো তৈরিকৃত ফেসমাস্কটি মাখিয়ে নিয়ে ২০-২৫ মিনিট সময় অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রতি সপ্তাহে ১-২ বার এই ফেসমাস্ক ব্যাবহার ত্বকে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে।
অলিভ অয়েল ও ডিমের সাদা অংশের ফেসমাস্ক
শীতে ত্বকের বিভিন্ন সমস্যার মাঝে একটি সমস্যা হলো, মুখের চামড়া কুঁচকে যাওয়া। যার ফলে ত্বকে বয়সের ছাপ চলে আসে। ডিমের সাদা অংশ ত্বক টানটান করার জন্য সর্বাধিক ব্যবহৃত এবং জনপ্রিয় একটি প্রাকৃতিক উপাদান। দারুণ এই উপাদানের সাথে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার ত্বকে দারুণ পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করে।
ব্যবহারবিধি
বাটিতে একটি ডিমের সাদা অংশ নিতে তাতে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিতে হবে। এরপর চামচের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে মেশাতে হবে। যতক্ষন না পর্যন্ত উপাদান দুইটি একসাথে মিশে না যায়, ততক্ষন মিশ্রণটি নাড়তে হবে। এতে করে একটি ঘন পেস্ট এর মতো মিশ্রণ তৈরি হবে। ফেসমাস্ক তৈরি হয়ে গেলে মুখে ও ঘাড়ে সমানভাবে মাখিয়ে নিতে হবে। এরপর ১০-১৫ মিনিট সময় অপেক্ষা করতে হবে শুকিয়ে যাবার জন্য। এরপর ভালো কোন ক্লিনজার দিয়ে মুখ ও ঘাড় থেকে ফেসমাস্কটি তুলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে এই ফেসমাস্কটি।
অলিভ অয়েল ও গ্লিসারিনের ফেসমাস্ক
গ্লিসারিন ও অলিভ অয়েল এর দারুণ মিশ্রণ শীতকালীন সময়ে মুখের ত্বকে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত ব্রনের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে।
ব্যবহারবিধি
এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এর সাথে আধা চা চামচ পরিমাণ গ্লিসারিন মেশাতে হবে। তৈরিকৃত মিশ্রণটি মুখে ও ঘাড়ে ভালোমতো মাখিয়ে নিতে হবে। ১০ মিনিট সময় রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলতে হবে। প্রতি সপ্তাহে দুইবার ব্যবহার করা ত্বকের জন্য যথেষ্ট।
অলিভ অয়েল, আমন্ড অয়েল ও ময়দার ফেসমাস্ক
আমন্ড অয়েলের উচ্চমাত্রার ভিটামিন-এ এবং ময়দার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান অলিভ অয়েলের সাথে মিশে ত্বকের জন্য দারুণ উপকারী একটি মিশ্রণ তৈরি করে। যা শীতকালে ত্বকের রোমকূপকে বাইরের ময়লা থেকে রক্ষা করে।
ব্যবহারবিধি
এক চা চামচ অলিভ অয়েল ও আমন্ড অয়েল এর সাথে আধা চা চামচ পরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে মিশ্রণটি তৈরি করতে হবে। যেন সকল উপাদান একসাথে মিশে যায়। ফেসমাস্ক তৈরি হয়ে গেলে মুখে ও ঘাড়ের অংশে ফেসমাস্ক মাখিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রতি সপ্তাহে একবারের জন্য এই ফেসমাস্ক ব্যবহার করলে ত্বক সুস্থ থাকবে।
সূত্র: Boldsky
প্রিয় লাইফ/ কে এন দেয়া