You have reached your daily news limit

Please log in to continue


আপনি কি ভালোবাসতে প্রস্তুত

প্রেমের সম্পর্কে কেবল ভালো লাগার অনুভূতিই থাকে না। থাকে মান-অভিমান, দুঃখ-বেদনাও। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তা হলো দায়িত্ববোধ। সবটা মিলিয়েই জমে ওঠে সম্পর্কের রসায়ন। তাই প্রেমের সম্পর্কে জড়ানোর আগে অন্তত কিছু বিষয় নিজের কাছে পরিষ্কার করে নেওয়া জরুরি। এ প্রসঙ্গে বলছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক।

ছাড় দেওয়ার মানসিকতা

একটি প্রেমের সম্পর্কে জড়ালে কিছু বিষয়ে ছাড় দিতেই হবে আপনাকে। বিষয়টি আগেই ভেবে দেখুন। ধরা যাক, আপনি চাইছেন মন উজাড় করে গল্প করতে, ঠিক ওই সময় আপনার সঙ্গীর মন পড়ে আছে পৃথিবীর অপর পাশের এক স্টেডিয়ামে। নানা সময়ে নানা কারণেই দুজনের ইচ্ছা দুই মেরুতে থাকতে পারে। কিন্তু ভালো সঙ্গী হতে হলে খানিকটা ছাড় দিতে হয় দুজনকেই।

দায়িত্ব নেওয়ার শক্তি

কেবল ভালোবাসলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং ভালোবাসলে দায়িত্বের পরিধি আরও বাড়ে। সঙ্গীর মনের দিকে খেয়াল রাখাই কিন্তু এক বিশাল দায়িত্ব। দুজনের ক্যারিয়ার এবং জীবনের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আপনাকে। সেই শক্তি আপনার আছে কি না, ভেবে দেখুন।

প্রেম ফ্যান্টাসি নয়

গল্প-উপন্যাস কিংবা নাটক-সিনেমায় অনেক সময় প্রেমকে অতিরঞ্জিত করে দেখানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রেমসংক্রান্ত নির্দিষ্ট কিছু ঘটনার আকর্ষণীয় ছবি বা কনটেন্ট দেখা যায়। বাস্তবে প্রেম সব সময় এতটা নাটকীয় হয় না। তাই প্রেম নিয়ে অবাস্তব প্রত্যাশা রাখা উচিত নয়। ধরা যাক, সৌন্দর্যের আকর্ষণে আপনি কারও প্রেমে পড়েছেন। তাতে ক্ষতি নেই। তবে মনে রাখবেন, পরিপাটি রূপের বাইরেও প্রতিটি মানুষের একটা সাদামাটা রূপ থাকে। বয়সের সঙ্গে কিছু পরিবর্তনও আসে সবার। আবার অসম প্রেমে জড়ানোর আগেও আপনাকে অবশ্যই বাস্তববাদী হয়ে ভাবতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন