সানি লিওন। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

সানি লিওনকে প্রথম দেখায় তার স্বামী ভেবেছিলেন…

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯

(প্রিয়.কম) বর্তমানে বলিউডের আইটেম সং মানেই সানি লিওন। বর্তমানে তিনি তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। তার সাফল্যের পেছনে রয়েছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানি যেখানেই যান, তার ছায়াসঙ্গী হিসেবে থাকেন ড্যানিয়েল। কিন্তু এই ড্যানিয়ালই সানিকে প্রথম দেখে সমকামী ভেবেছিলেন। প্রথম দেখায় এটি ভেবে সানিকে এড়িয়ে গিয়েছিলেন তিনি। এই কথাটি সানি লিওন নিজেই স্বীকার করেছেন একটি চ্যাট শো তে।

সানি ও ড্যানিয়ালের দেখা হয়েছিল লাস ভেগাসের একটি নাইটক্লাবে। সানি সেখানে গিয়েছিলেন তারই একজন সমকামী বন্ধুর সঙ্গে। সমকামী বন্ধুর সঙ্গে থাকলেই কি কেউ সমকামী হয়ে যান? এমন প্রশ্নের জবাবে সানি বলেছেন- আসলে দোষটা তাঁরই ছিল। নিজের সমকামী বন্ধুর সঙ্গে একেবারে টমবয় লুকে গিয়েছিলেন সানি। আর তাতেই ড্যানিয়েলের মনে হয়েছিল তিনি ও রিনা দু’জনে কাপল’।তবে, কিছুদিন পরেই সে ভুল ভেঙে যায় এবং ২০১১ সালে বিয়ে করেন তারা। বর্তমানে একসঙ্গে বেশ ওতপ্রোতভাবেই দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তারা। নিশা নামের একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন সানি- ড্যানিয়েল দম্পতি।

সূত্র: সংবাদ প্রতিদিন

প্রিয় বিনোদন/গোরা