রসালো মিষ্টির ভান্ডার। ছবি- সংগৃহীত

বরিশালের শশী মিষ্টি

আফসানা সুমী
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ১৩:০৪
আপডেট: ১৪ জুন ২০১৭, ১৩:০৪

(প্রিয়.কম) বাংলাদেশের প্রতিটি জেলায় তৈরি হয় নানান জাতের মুখরোচক খাবার। ভোজনরসিক বাঙালী নানান স্বাদের রসনায় পটু। এই স্বাদ নিতে চাইবেন আপনিও। ভ্রমণে শুধু দর্শনীয় জায়াগা দেখাই নয়, সাথে উপভোগ করুন মজার মজার স্থানীয় খাবারগুলো।
 
বরিশালে তৈরি হয় বিখ্যাত শশী মিষ্টি। প্রয়াত শশী বাবুর দোকানের মিষ্টিই শশী মিষ্টি হিসেবে খ্যাতি অর্জন করেছে। জিভে জল আনা মজাদার এই মিষ্টিগুলো একবার খেলে স্বাদ আর ভোলা যায় না। সবাই তাই অবশ্যই এক প্যাকেট মিষ্টি নিয়ে যান পরিবারের জন্য। চেখে দেখেন নিজেরাও।
 
বরিশাল
 
শশীর মিষ্টির কিন্তু একটিই ধরণ তা নয়। আছে রসগোল্লা, কাঁচাগোল্লা, রসমালাই, গুড়ের সন্দেশ, কালোজাম, দধি। সবগুলোই খ্যাতি অর্জন করেছে। আপনাদের সুবিধার্থে ঠিকানাও দিয়ে দিচ্ছি এখানে-
 
ঠিকানাঃ
শশী মিষ্টান্ন ভাণ্ডার, গোরাচাঁদ দাস রোড (রহমান বিশ্বাসের বাড়ির পাশে), বরিশাল।
 
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।