কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

ময়মনসিংহ থেকে অপহৃত কলেজছাত্রী ৮ দিন পর উদ্ধার

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার, ছবি: প্রিয়.কম

(ফাহিম মোঃ শাকিল, ময়মনসিংহ) ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া থেকে অপহরণের আটদিন পর অপহৃত কলেজছাত্রী সুরাইয়া জাহান সেতুকে (১৭) ভালুকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সরোয়ার হাসান নয়নকে (২৬) গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এ তথ্য জানান।

সৈয়দ নূরুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি সদর উপজেলার দাপুনিয়ার হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেশির ছাত্রী সুরাইয়া জাহান সেতুকে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায় পাশের গ্রামের আব্দুল কাদেরের ছেলে সরোয়ার হাসান নয়ন। পরে ছাত্রীর ভাই বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে পুলিশের কয়েক দফা বৈঠক হয়। কিন্তু ওই শিক্ষার্থী উদ্ধার না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে।

এর আটদিন পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জেলার ভালুকা উপজেলা সিডস্টোর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোববার রাত সোয়া ১১টায় অপহৃত সেতুকে উদ্ধার করে এবং আসামি সারোয়ার হাসান নয়নকে গ্রেফতার করে। এছাড়া অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

প্রিয় সংবাদ/জন/সোহেল