ছবি সংগৃহীত

কার হাতে যাবে আজকের ‘অস্কার’

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৮
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৮

বিশ্বখ্যাত অস্কার পুরস্কার। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে অস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে সকল তারকার আকাঙ্ক্ষিত। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কিছুক্ষণ পরই শিরোপার সম্মান, ট্রফি, আনন্দাশ্রু আর হাততালিই জানিয়ে দেবে কারা হলেন অস্কারের সেরা।

সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু করে বিশ্বের সেরা চলচ্চিত্র সম্মান পুরস্কার ‘অস্কার’। লস অ্যাঞ্জেলসে হলিউড এন্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এখানেই জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। আজ এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মূল অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন জিমি কিমেল৷

অস্কারের ৮৯ তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় গত ২৪ জানুয়ারি। অস্কারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ধারণকৃত ভিডিওর মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। ভিডিওটির চিত্রায়ণ হয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন ও টোকিওতে। এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে।

এবারের মনোনয়ন

এ বছর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে 'লা লা ল্যান্ড'। পেয়েছে ১৪টি মনোনয়ন। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, পরিচালনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, কস্টিউম ডিজাইনিং, অরিজিন্যাল স্কোর, দুটি অরিজিন্যাল মিউজিক, সাউন্ড মিক্সিং ও সাউন্ড এডিটিং। এক জ্যাজ পিয়ানোবাদকের সঙ্গে অভিনেত্রীর টগবগে রোমান্স এ ছবির আকর্ষণ। যে দুটি ভূমিকায় অভিনয় করেছেন রায়ান গসলিং ও এমা স্টোন। লস অ্যাঞ্জেলেস-এ এসে নিজেদের স্বপ্নপূরণ করতে চায় তারা। সঙ্গীতময় এই ছবি ইতিমধ্যেই জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডস-এর বেশ কিছু পুরস্কার। অস্কারের বেশ কিছু পুরস্কার যে 'লা লা ল্যান্ডে'র ঝুলিতেই পড়বে, তাতে সন্দেহ নেই।

পিছিয়ে নেই 'দ্য লায়ন'-ও। এ ছবিতে অভিনয় করেছেন টলিউডের ঋদ্ধি সেন ও কৌশিক সেন। সারু ব্রিরলের 'আ লং ওয়ে হোম' অবলম্বনে বানানো ছবির গল্পে পাঁচ বছরের শিশু হারিয়ে যায় কলকাতার রাস্তায়। সহায়সম্বলহীন এই ছেলেটিকে দত্তক নেয় অস্ট্রেলিয়ান দম্পতি। ২৫ বছর পর সে খুঁজতে আসে হারানো শৈশব। এই চরিত্রে ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত দেব পাটেল। আছেন রুনি মারা ও নিকোল কিডম্যান। সেরা সহ-অভিনেতা ও অভিনেত্রী সহ ৬ টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।

একইরকমভাবে ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে 'ম্যানচেস্টার বাই দ্য সি'। সেরা ছবি ও সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে এই ছবি। ভাইয়ের মৃত্যুর পর তার ছেলেকে দেখভাল করবার জন্য এক ব্যক্তিকে আসতে হয় ম্যানচেস্টার শহর ছেড়ে, তবু কীভাবে তাড়া করে এই স্মৃতি, সেটাই উপজীব্য।

৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে 'হ্যাকশ-রিজ' ছবিটিও। ছবির নায়ক ডেসমন্ড ডস জীবনে কোনওদিন কাউকে আঘাত করবেন না বলেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার হয়ে যুদ্ধে গেলেও কোনওদিন বন্দুক হাতে তোলেননি। হ্যাকশ-রিজের যুদ্ধে অস্ত্র না নিয়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচান তিনি।

৮টি মনোনয়ন পেয়ে জোরালো যুদ্ধে আছে 'অ্যারাইভ্যাল' ছবিটি। অ্যামি অ্যাডামস ও জেরেমি রেমার অভিনীত এই ছবি আসলে কল্পবিজ্ঞান, ভিনগ্রহী জীবের গল্প। সেরা ছবি, পরিচালনা, সিনেমাটোগ্রাফিতে পেয়েছে অস্কার। ডেভিড ম্যাকেঞ্জি পরিচালিত হেল অর হাই ওয়াটার পেয়েছে ৪টি মনোনয়ন। গ্যাংস্টার ঘরানার এই ছবিও বেশ নজর কাড়বে। ৩টি মনোনয়ন পেয়েছে 'হিডন ফিগারস'। সেরা ছবি, সহ অভিনেত্রী ও অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে।

অস্কার ইতিহাস

১৯২৯ সালের ১৬ মে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লজম রুমে প্রথম অস্কার পুরস্কার দেয়া হয়। চলচ্চিত্রের ইতিহাসে প্রাচীনতম, জনপ্রিয় এবং প্রভাবশালী এই পুরস্কার দিয়ে থাকে একাডেমি অব মোশন পিকচার্স এণ্ড সাইন্স (এএমপিএএস) নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৩৫ সাল থেকে প্রিন্সওয়াটারহাউস এই পুরস্কারের জন্য ভোট গ্রহণ করে আসছে।

১৯২৭ সালের ১ আগস্ট থেকে ১৯২৮ সালের ১ আগস্ট নাগাদ যে সব চলচ্চিত্র মুক্তি পেয়েছিল তারমধ্যে থেকে বিচার করে এই পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকার একাডেমি অব মোশন পিকচার্স আর্টস এণ্ড সাইন্স নামের প্রতিষ্ঠান ১৯২৭ সালে সিদ্ধান্ত নিয়েছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞানের সমন্বয় চলচ্চিত্র নামের যে মাধ্যম গড়ে উঠেছে তার বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রবর্তন করবে এবং সংশ্লিষ্টদের উৎসাহী করে তুলবে। এর ফলেই জন্ম হয় বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কারের।

এই পুরস্কারটির নাম আসলে ‘একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’ আর পদকটির নাম ‘অস্কার’। এখন অবশ্য ‘অস্কার’ নামেই পুরস্কার ও পদক দুটোই পরিচিত। অস্কার নামটি কোথা থেকে এলো তা নিয়ে সুনিশ্চিত কোন ধারণা নেই। কেউ বলে থাকেন একাডেমি লাইব্রেরিয়ান মার্গারেট হারিক এই পুরস্কার দেখে বলেছিলেন এই পদকের মানুষটি দেখতে তাঁর চাচা অস্কারের মতো, সেই থেকে এই নামকরণ। আরেকটি মত হলো, ১৯৩৪ সালে ৬ষ্ঠ অস্কার প্রদানের সময় হলিউডের কলাম লেখক সিডনি সোলস্কি ক্যাথারিন হেপবার্নের সেরা অভিনেত্রীর পুরস্কারটিকে অস্কার বলে সম্বোধন করে ছিলেন। মত যাই হোক, ১৯৩৯ সাল থেকে একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিটকে অস্কার নামে ডাকা শুরু হয়ে যায়।

অস্কারে যত বিভাগ

বর্তমানে ২৪টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেয়া হয়। মজার বিষয় হলো একাডেমি অ্যাওয়ার্ডের পাশাপাশি স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ডও দেয়া হয়। এই ক্যাটাগরিগুলো হলো: কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা অ্যানিমেশন চিত্র (২০০১ সালে প্রবর্তিত), সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ চিত্র, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহণ, সেরা পোশাক পরিকল্পনা, সেরা পরিচালক, সেরা তথ্যচিত্র, সেরা স্বল্পদৈর্ঘ তথ্যচিত্র, সেরা ফিল্ম এডিটিং, সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র, সেরা মেকআপ, সেরা মৌলিক সুর, সেরা মৌলিক গান, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনি, সেরা চলচ্চিত্র, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দমিশ্রণ এবং সেরা ভিজ্যুয়াল এফেক্ট।

এক নজরে দেখে নিতে পারেন ২০১৭ সালের ৮৯তম অস্কার মনোনয়ন তালিকা-

শ্রেষ্ঠ ছবি:

অ্যারাইভাল

লা লা ল্যান্ড

লায়ন

ফেনসেস

মুনলাইট

হ্যাকস রিজ

হেল অর হাই ওয়াটার

হিডেন ফিগারস্‌

ম্যানচেস্টার বাই দ্য সি

শ্রেষ্ঠ অভিনেতা:

রায়ান গসলিং (লা লা ল্যান্ড)

কেসেই অ্যাফলেক (ম্যানচেস্টার বাই দ্য সি)

অ্যান্ড্রিউ গারফিল্ড (হ্যাকস রিজ)

ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যানটাসটিক)

ডেনজেল ওয়াশিংটন (ফেনসেস)

শ্রেষ্ঠ অভিনেত্রী:

ইসাবেল হুপার্ট (এল)

এমা স্টোন (লা লা ল্যান্ড)

রুথ নেগা (লাভিং)

নাতালি পোর্টম্যান (জ্যাকি)

মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিনস্‌)

শ্রেষ্ঠ সহ অভিনেতা:

মাহেরশালা আলি (মুনলাইট)

দেভ পাটেল (লায়ন)

জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার)

লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি)

মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমালস্‌)

শ্রেষ্ঠ সহ অভিনেত্রী:

মিশেল উইলিয়ামস্‌ (ম্যানচেস্টার বাই দ্য সি)

ভিয়োলা ডেভিস (ফেনসেস)

নিকোল কিডম্যান (লায়ন)

নাওমি হ্যারিস (মুনলাইট)

অক্টেভিয়া স্পেনসার (হিদেন ফিগারস) 

শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম:

কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস্‌

মোয়ানা

মাই লাইফ অ্যাস এ জুশিনি

দ্য রেড টার্টল

জুটোপিয়া

শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি:

ব্রাডফোর্ড ইয়াং (অ্যারাইভাল)

লাইনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড)

গ্রেগ ফ্রেসার (লায়ন)

জেমস ল্যাক্সটন (মুনলাইট)

রডরিগো প্রিয়েটো (সাইলেন্স)

শ্রেষ্ঠ পোশাক ডিজাইন:

জোয়ানা জনসন (অ্যালাইড)

কোলিন অ্যাটউড (ফ্যান্টাস্টিক বিস্টস্‌ আন্ড হোয়্যার টু ফাইন্ড দেম)

কন্সোলাটা বয়লে (ফ্লোরেন্স ফস্টার জেনকিনস্‌)

ম্যাডলিন ফোনটাইন (জ্যাকি)

মেরি জোফেরস্‌ (লা লা ল্যান্ড)

শ্রেষ্ঠ পরিচালক:

ডেনিস ভিলনেভিউ (অ্যারাইভাল)

মেল গিবসন (হ্যাকস রিজ)

ডেমিয়েন শেজেল (লা লা ল্যান্ড)

কেনেথ লোনেরগান (ম্যানচেসটার বাই দ্য সি)

বেরি জেনকিন্স্‌ (মুনলাইট)

শ্রেষ্ঠ ডকুমেন্টারি (ফিচার):

ফায়ার অ্যাট সি

আই অ্যাম নট ইয়োর নিগ্রো

লাইফ,অ্যানিমেটেড

ওজে: মেড ইন অ্যামেরিকা

শ্রেষ্ঠ ডকুমেন্টারি (শর্ট):

এক্সট্রিমিস

জোয়’স ভায়োলিন

দ্য হোয়াইট হেলমেটস্‌

ওয়াতানি: মাই হোমল্যান্ড

4.1 মিলিয়নস

 

শ্রেষ্ঠ এডিটিং:

জোয় ওয়াকার (অ্যারাইভাল)

জন গিলবার্ট (হ্যাকস রিজ)

জেক রবার্টস (হেল অর হাই ওয়াটার)

টম ক্রস (লা লা ল্যান্ড)

নাট স্যান্ডেরস (মুনলাইট)

শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি:

ল্যান্ড অব মাইন

দ্য সেলস্‌ম্যান

টান্না

টনি এরডম্যান

শ্রেষ্ঠ মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং:

এ ম্যান কলড ওভ

সুইসায়েড স্কোয়াড

স্টার ট্রেক বিঅন্ড

শ্রেষ্ঠ মিউজিক (অরিজিনাল স্কোর): 

মিসা লেভি (জ্যাকি)

জাস্টিন হারউইটজ্‌ (লা লা ল্যান্ড)

ডাস্টিন ও হালোরান (লায়ন)

নিকোলাস ব্রিটেল (মুনলাইট)

থমাস নিউম্যান (প্যাসেঞ্জারস) 

মিউজিক(অরিজিনাল সং):

অডিশন- লা লা ল্যান্ড

কান্ট স্টপ দ্য ফিলিংস- ট্রলস

সিটি অফ স্টারস- লা লা ল্যান্ড

দ্য এম্পটি চেয়ার- জিম

হাই ফার আই উইল গো- মোয়ানা

শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন:

প্যাট্রিস ভেরমেট (অ্যারাইভাল)

স্টুয়ার্ট ক্রেগ (ফ্যান্টাসটিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম)

জেস গোনশোর (হেইল, সিজার)

ডেভিড ভাসকো (লা লা ল্যান্ড)

গাই হেন্ড্রিক্স ডিয়াস (প্যাসেঞ্জারস্‌)

শ্রেষ্ঠ চিত্রনাট্য:

ডেমিয়েন শেজেল (অ্যারাইভাল)

ইয়োরগোস লান্থিমোস (দ্য লবস্টার)

কেনেথ লোনগ্র্যান (ম্যানচেস্টার বাই দ্য সি)

মাইক মিলস (20thসেঞ্চুরি ওমেন)

টেইলর শেরিডন (হেল অর হাই ওয়াটার)

শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টস্‌:

ক্রেগ হ্যামার্ক (ডিপওয়াটার হরাইজন)

স্টিফেন সেরেটি (ডক্টর স্ট্রেঞ্জ)

স্টিভ এমারসন (কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস্‌)

জন নোল, মোহেল লিও (এ ওয়ার স্টার স্টোরি)

রবার্ট লেগ্যাটো (দ্য জাঙ্গল বুক)

সূত্র- বিবিসি

সম্পাদনা: গোরা