You have reached your daily news limit

Please log in to continue


মালয়ালম থ্রিলার সিনেমার জয়জয়কার কেন

২০২৫ সালে এসে মালয়ালম ইন্ডাস্ট্রি বেশ কিছু হিট থ্রিলার সিনেমা দর্শকদের উপহার দিয়েছে। ‘রেখাচিত্রম’ ও ‘অফিসার অন ডিউটি’ সিনেমার অসাধারণ গল্প বলা আর মনকাড়া অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। বছরের শুরুর মাসের মালয়ালম হিট সিনেমা ‘রেখাচিত্রম’-এর পরিচালক জোফিন টি চাকো। অভিনেতা আসিফ আলী সিনেমাটি দিয়ে প্রশংসায় ভাসছেন এবং তাঁর ক্যারিয়ারের পুনরুত্থান ঘটেছে বলা যেতে পারে। অন্যদিকে ‘অফিসার অন ডিউটি’র সম্পাদনা দর্শকদের আকৃষ্ট করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেছে।

প্রশ্ন হলো, কেন মালয়ালম ক্রাইম থ্রিলার সিনেমা অনন্য হয়ে উঠছে? কীভাবে বক্স অফিসে দাপট দেখাতে সক্ষম হচ্ছে? এর উত্তর হতে পারে, বাস্তবতা আর আবেগের গভীরতা।

সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মালয়ালম থ্রিলার সিনেমা নিয়ে কথা বলেছেন ‘আইডেনটিটি’র মতো ২০২৫-এর আরেকটি হিট থ্রিলার সিনেমার অভিনেতা টোভিনো থমাস। তিনি বলেন, ‘সিনেমার শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বাধ্য করবে একটি ভালো থ্রিলার সিনেমা। ২০২৫-এ এসে মালয়ালম ইন্ডাস্ট্রি সেটা ভালোভাবে প্রদর্শন করতে পারছে। গল্পের বাঁকে বাঁকে আপনাকে আটকে রাখার মতো দারুণ সব গল্প বলছে।’

এ সময় থমাস সিনেমাগুলোর লেখকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মলিউড (মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির নাম) আক্ষরিক অর্থেই থ্রিলার গল্প বলার শিল্পে দক্ষতা অর্জন করেছে। আমি লেখকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ, তাঁরা জানেন, কীভাবে একটি ভালো চিত্রনাট্য দিয়ে দর্শকদের আঁকড়ে ধরে রাখতে হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন