You have reached your daily news limit

Please log in to continue


দর্শকের আগ্রহে ‘উৎসব’ সিনেমার শো বাড়লো

ঈদে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা 'উৎসবের' শো সংখ্যা বাড়ানো হয়েছে।

কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া এই সিনেমাটি ‘দর্শকের আগ্রহে’ মুক্তির প্রথম সপ্তাহে শো সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন পরিচালক তানিম নূর।

নির্মাতা জানিয়েছেন, প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ’উৎসব’ সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। এছাড়াও যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও বেড়েছে শো।

প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হবে ’উৎসব’।

সিঙ্গেল হলে সিনেমাটি মুক্তির কথা হচ্ছে জানিয়ে তানিম নূর বলেন, "ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনে আমাদের সিনেমাটি প্রদর্শনের আগ্রহের কথা জানিয়েছেন অনেকে। কথা শুরু হয়েছে। আশা করছি শিগগিরই সেটা চূড়ান্ত হবে।"

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাতা তানিম নূর বলেন, “সিনেমাটি নিয়ে দর্শকদের এই উন্মাদনা, দেখার আগ্রহ সত্যি আমাদের আপ্লুত করছে, অনুপ্রাণিত করছে। তারা নিজেরা সিনেমাটি দেখছেন, তার পাশের জনকে বলছেন, সামাজিক মাধ্যমে লিখছেন। সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন