
কলকাতায় হোলি উৎসবে বাম দিক থেকে বিদ্যা সিনহা মিম ও তার বন্ধুরা, ডানে জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত
কলকাতায় মিম-জ্যোতিকার হোলি উৎসব (ভিডিও)
আপডেট: ০১ মার্চ ২০১৮, ১৮:০৯
(প্রিয়.কম) আজ (২ ফেব্রুয়ারি) সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসবটি পালিত হয়।
বাংলাদেশ, ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়া, এমনকি সারা বিশ্বের সনাতন ধর্মালম্বীরাই এ উৎসব পালন করে থাকেন। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের কাছেও এ উৎসব বেশ জনপ্রিয়। দোল পূর্ণিমার সকাল থেকেই তারকারা মেতে ওঠেন হোলি উৎসবে। তেমনই একজন তারকা লাক্স চ্যানেল আই খ্যাত বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো কলকাতার সুপারস্টার জিৎ-এর বিপরীতে ‘সুলতান’ নামের একটি সিনেমায় হাজির হচ্ছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সেখানেই তিনি পালন করছেন এবারের দোল উৎসব।

হোলি উৎসবে জয়জিৎ ব্যানার্জির সঙ্গে বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মিম। সেখানে তিনি লেখেন-‘রং লাগুক সবার মনে’। ছবিগুলোতে দেখা যায় কলকাতার চলচ্চিত্রপাড়ার বেশ কয়েকজনের সঙ্গে রং খেলার মাধ্যমে হোলির আনন্দ ভাগ করে নিচ্ছেন মিম। এদের মধ্যে আছে জয়জিৎ ব্যানার্জী ও ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের শ্রেয়া ব্যানার্জীসহ আরও অনেকেই।

শ্রেয়া ব্যানার্জী ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
এছাড়া কলকাতায় আরও অবস্থান করছেন বাংলাদেশের আরেকজন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হোলির ছবি পোস্ট করে এ অভিনেত্রী লেখেন, ‘এখানে দরজা খুললেই রঙিন হয়ে যেতে হয়। দ্যা সিটি অব জয়! হ্যাপি হলি...’
শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র রাজলক্ষ্মী-শ্রীকান্ত নিয়ে নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে রাজলক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। শ্রীকান্ত হিসেবে তার বিপরীতে কাজ করছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
ভারতে হোলি একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব। বৈষ্ণব মতাদর্শ অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীর সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
কলকাতা শহরে রং ও আবিরে হোলি খেলায় মেতে উঠেছেন লাক্স সুপারস্টার খ্যাত অভিনেত্রী মিম
দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে হোলি খেলায় মত্ত হন। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।
প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী