
কান্তা করিম। ছবি: সংগৃহীত।
দেখতে অভিনেত্রী জয়ার মতো হলেও আসলে ইনি কে?
আপডেট: ২৫ আগস্ট ২০১৭, ১৬:১০
(প্রিয়.কম) প্রথম দর্শনে অনেকেই ভেবে নেবেন- ইনি বোধহয় আমাদের দেশিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু সেটা নয়। তবে হ্যাঁ, জয়া আহসান না হলেও তিনি হচ্ছেন জয়া আহসানের বোন; নাম কান্তা করিম। অভিনেত্রী জয়া আহসান এবং কান্তা করিমকে পাশাপাশি দেখলে বোঝার জো নেই যে- কোনটি কে! গত ২৩ জুলাই বুধবার অভিনেত্রী জয়া আহসান তার বোন কান্তা করিমের জন্মদিন উপলক্ষে কিছু ছবি আপ করেছেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে।
অভিনেত্রী জয়া আহসানের আপকৃত পোস্টের স্ক্রিনশট।
অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ এবং ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করে ইতোমধ্যে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। কাজের তাগিতে কখনো থাকেন ঢাকায়, কখনো ছুটে যান কলকাতায়। অর্থাৎ ঢালিউড কিংবা টলিউড মুগ্ধ তার অভিনয় শৈলীতে।
বোনের জন্মদিনে কেক কাটছেন জয়া আহসান। ছবিটি তার ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।
সম্প্রতি বাংলা চলচ্চিত্র জাতীয় পুরস্কার লাভ করেছেন জয়া আহসান। বড়পর্দা ছাড়াও স্বল্পদৈর্ঘ্য সিনেমায়ও কাজ করেছেন তিনি। জয়া অভিনীত 'ভালোবাসার শহর' নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও বাংলাদেশি সিনেমা 'গেরিলা' এবং কলকাতার 'রাজকাহিনী' চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতা বিনোদন আমোদী দর্শকদের সত্যিই মুগ্ধ করে দেয়।
প্রিয় বিনোদন/শামীমা সীমা