বিজ্ঞানীরা নতুন কিছু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আবিষ্কার করেছেন। ছবি: সংগৃহীত।

নতুন আবিষ্কৃত হওয়া ১০ টি প্রজাতি (দেখুন ছবিতে)

সাবেরা খাতুন
লেখক
প্রকাশিত: ২৭ মে ২০১৭, ২৩:০৪
আপডেট: ২৭ মে ২০১৭, ২৩:০৪

(প্রিয়.কম) নিউ ইয়র্ক এর ষ্টেট বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ এনভাইরনমেন্টাল সায়েন্স এন্ড ফরেস্টি (ESF) গত দশকের নতুন প্রজাতিদের নামের তালিকা প্রকাশ করেছে। নতুন আবিষ্কৃত এই প্রাণী প্রজাতিগুলোকে কিছু অদ্ভুত নাম দেয়া হয়েছে যেমন- টমেটোর নাম দেয়া হয়েছে ‘ব্লিড’ এবং পিঁপড়ার নাম দেয়া হয়েছে ‘গেম অফ থ্রোনস’। এছাড়াও মাকড়সার নাম রাখা হয়েছে ম্যাজিকেল হ্যাট, যা হ্যারি পটার থেকে নেয়া হয়েছে। গত বছর ১৮,০০০ নতুন প্রজাতির নাম দেয়া হয়েছিলো, এর মধ্য থেকে প্রথম ১০ টি প্রজাতির ছবি দেখবো ও এদের বিষয়ে আজ আমরা জানবো।

১। টমেটো

প্যানসিল্ভেনিয়া এর লাইফ সায়েন্সের ১৫০ জন ছাত্রের একটি দল বুশ টমেটোর একটি নতুন প্রজাতির নাম রেখেছে ‘ব্লিড’। এই টমেটোকে যখন কাটা হয় তখন রক্তের মত রস দেখা যায়, যা  শুকালে হাড়ের মত দেখায়। এর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে  Solanum ossicruentum। ল্যাটিন ossi অর্থ অস্থিময় এবং cruentum অর্থ রক্তাক্ত। যদিও উদ্ভিদবিদেরা একে ৫০ বছর ধরে চেনেন তবে সম্প্রতি একে নতুন প্রজাতি হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

২। পিঁপড়া

পিঁপড়ার একটি নতুন প্রজাতিকে ‘গেম অফ থ্রনস’ এর একটি ড্রাগনের নামে অভিষিক্ত করা হয়েছে। গবেষকদের মতে, এই পতঙ্গটির ড্রাগনের মত শিরদাঁড়া থাকে যা এই পতঙ্গের বড় পেশীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে।  

৩। মাকড়সা

নতুন আবিষ্কৃত এই মাকড়সাটির বৈজ্ঞানিক নাম  Eriovixia gryffindori।  এই মাকড়সার দেহের আকার বাকানো হ্যাটের মত, যা হ্যারি পটারের বই ও ছবিতে দেখা যায়। গড্রিক গ্রিফিন্ডরের হ্যাটের মত এই মাকড়সাটি দেখতে শুধু হ্যাটের মতোই না, বরং এটি শুষ্ক ও বাদামী পাতার মত ছদ্মবেশ ও ধারণ করতে পারে।  

৪। অর্কিড

নতুন আবিষ্কৃত এই অর্কিড প্রজাতিটির প্রজনন তন্ত্রের গঠন দেখতে অনেকটা শয়তানের মাথার মত। তাই এর নাম রাখা হয়েছে ডেভিলস হেড। এটি দক্ষিণ কলোম্বিয়ায় পাওয়া যায়।

৫। ইঁদুর

নতুন আবিষ্কৃত এই ইঁদুরের নাম সোলভেসি রুট র‍্যাট। দেহ ধূসর বাদামী লোমে আবৃত থাকে,  কানগুলো বৃত্তাকার থাকে এবং লেজেও ফাঁকা ফাঁকা চুল থাকে। নতুন এই প্রজাতিটির খাদ্যাভ্যাস স্বতন্ত্র ধরনের। এটি মূল খাওয়ার পাশাপাশি প্রাণীজ উপাদান ও খায়। এটি ইন্দোনেশিয়ার সোলভেসি দ্বীপে পাওয়া যায়।

৬। ক্যাটিডিড

নতুন এই স্ত্রী পতঙ্গ প্রজাতিটি দেখতে খুবই সুন্দর – গোলাপি বর্ণের। বর্ণীওতে সাপ ও টেরান্টুলা খুঁজতে যেয়ে বিজ্ঞানীরা ঘাস ফড়িং এর এই নতুন ক্যাটিডিড প্রজাতিটি আবিষ্কার করেন। এর পুরুষ প্রজাতি সবুজ বর্ণের হলেও স্ত্রী প্রজাতি উজ্জ্বল গোলাপি শেডের হয়।

৭। স্টিংরে

ব্রাজিলের টোকান্টিন্স নদীতে স্টিংরে এর নতুন প্রজাতি পাওয়া যায়। এই স্টিংরে এর শরীরে স্পষ্ট গোলাকার ধরনের হলুদ ও কমলা দাগ থাকে। এটি ৪৩ ইঞ্চি লম্বা হয় এবং এর ওজন ২০ কিলোগ্রামের মত হয়। এর স্বতন্ত্র আকার আকৃতির জন্যই এর নাম দেয়া হয়েছে পি রেক্স, ল্যাটিন ভাষায় এর অর্থ রাজা।

৮। কেন্নো

কেন্নোর দেহে ৭৫০ টির মত পা থাকে। যদিও এর নতুন প্রজাতি Illacme tobini  তে  ৪১৪ টি পা থাকে। এরা সারা জীবন তাদের দেহের খন্ড এবং পা বৃদ্ধি করতে পারে। এই নতুন প্রজাতিটি আত্মরক্ষার জন্য অপরিচিত একটি রাসায়নিক নিঃসৃত করে। ক্যালিফোর্নিয়ার সিকুইয়া ন্যাশনাল পার্কে এই প্রাণী প্রজাতিটি আবিষ্কার হয়।

৯। সেন্টিপিড

চ্যাপ্টা দেহের এই শতপদী প্রানিটির নাম স্কোলোপেন্ড্রা ক্যাটারেকটা। এর দেহে ২০ জোড়া পা আছে এবং এটি ৮ ইঞ্চি লম্বা হয়। গবেষকদের মতে নতুন আবিষ্কৃত এই সেন্টিপিড পানির নীচে যেমন দৌড়াতে পারে তেমনি শুকনো স্থানেও দৌড়াতে পারে।

১০। সামুদ্রিক কীট

ক্যালিফোর্নিয়ার সাগরের ৫,৬০০ ফুট নীচে পাওয়া যায় Xenoturbella churro নামের কীট। এর কমলা-গোলাপি বর্ণের দেহ ও গভীর খাঁজ দেখে একে ফ্রায়েড পেস্ট্রির মত মনে হয়। এই সামুদ্রিক কীটটি ৪ ইঞ্চি লম্বা হয়।

সূত্র : লাইভ সায়েন্স

সম্পাদনা : কে এন দেয়া