অভিনেত্রী মৌসুমি হামিদ। ছবি: নূর, প্রিয়.কম।

আর কতবার হ্যাক হবে মৌসুমী হামিদের ফেসবুক অ্যাকাউন্ট!

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৭, ১৬:২৮
আপডেট: ০৯ জুলাই ২০১৭, ১৬:২৮

(প্রিয়.কম) মাস ছয়েক আগে হ্যাক হয়ে যাবার পর আজ সকালে আবারও হ্যাক হওয়ার উপক্রম হয়েছিল অভিনেত্রী মৌসুমী হামিদের ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাককারী আজ সফল না হলেও মাস ছয়েক আগে সফল হয়েছিল এই অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক করতে। ফলশ্রুতিতে তৎকালীন তিনি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু বর্তমান অ্যাকাউন্ট নিয়েও স্বস্তিতে নেই তিনি। ‘প্রিয়.কম’কে এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন- ‘আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে ঢুকতে পারছি না। অন্য কেউ আমার ফেসবুকে ঢুকতে চেষ্টা করেছে। সতর্কতা বার্তা এসেছে ফেসবুক থেকেও। কোড চাইছে’। এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

মৌসুমী হামিদের দেওয়া স্ট্যাটাসের স্ক্রিন শট।

স্ট্যাটাসে তিনি লিখেছেন-‘কেউ একজন বারবার আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। ভাই, কী লাভ এগুলো করে?’

প্রিয় বিনোদন/গোরা