মডেল ও অভিনেত্রী সাবিলা নুর। ছবি: প্রিয়.কম

গুগল সার্চে সেরা সাবিলা, তৃতীয় তাসকিন

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৭
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:৩৭

(প্রিয়.কম) বর্তমানে মানুষ পছন্দের তারকা বা খেলোয়াড় সম্পর্কে জানতে কিংবা সংবাদ পড়তে গুগলে খুঁজে থাকে। এর ভিত্তিতে অ্যালফাবেট মালিকানাধীন গুগল প্রতিবছর বিশ্বজুড়ে দেশভিত্তিতে শীর্ষ সার্চের তালিকা প্রকাশ করে থাকে। আর চলতি বছরে গুগল সার্চের তালিকা অনুযায়ী, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে

বাংলাদেশকে নিয়ে ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’ এই তিনটি ট্রেন্ড প্রকাশ করেছে গুগল। আর এর মধ্যে ‘পিপল’ অংশে ১০ জনের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন মডেল মিয়া খলিফা। তিন নম্বরে আছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। আর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন পাঁচ নম্বরে।

ক্রিকেটার তাসকিন আহমেদ। ছবি প্রিয়.কম

আর বছরের একেবারে শেষে আলোচিত হয়ে সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল। 

‘নিউজ’ বিভাগে শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া, সাইক্লোন মোরা এই বিষয়গুলো বেশি খোঁজা হয়েছে।

বাংলাদেশ ছাড়া বিশ্বব্যাপী শীর্ষ যে বিষয়গুলো মানুষ বেশি গুগলে খুঁজেছে সেগুলো হলো-হারিকেন ইরমা, আইফোন টেন, ম্যাট লয়্যার ও মেগান মার্কেল।

প্রিয় টেক/আশরাফ