টিউব নাকি টিউবলেস টায়ার, কোনটি ব্যবহার করবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ মে ২০২৫, ২০:৫৩

বর্তমানে আমাদের দেশে মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয় বরং এটি এখন অনেকের নিত্যদিনের প্রয়োজনে বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই মোটরসাইকেল ব্যক্তিগত বাহন হিসেবে এর ব্যবহার দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। একটি মোটরসাইকেলের সঠিক কর্মক্ষমতা ও নিরাপত্তা নির্ভর করে এর বিভিন্ন অংশের ওপর, যার মধ্যে গুরুত্বপূর্ণ টায়ার। কারণ টায়ারই সেই অংশ, যা রাস্তার সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। তাই এর মান ও ধরন সরাসরি ব্রেকিং, কর্নারিং এবং ট্র্যাকশনের ওপর প্রভাব ফেলে। সঠিক টায়ার না হলে নিয়ন্ত্রণ হারানো, স্কিডিং বা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। 


বর্তমান সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন হচ্ছে—টায়ারের ক্ষেত্রে কোনটা বেশি ভালো, টিউবলেস না টিউব টায়ার? প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে টায়ার নির্মাতারা বিভিন্ন ধরনের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে, কোন ধরনের টায়ার আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করে আপনার চালানোর ধরন, রাস্তার অবস্থা ও ব্যক্তিগত প্রয়োজনের ওপর। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নেওয়া জরুরি, যে দুই ধরনের টায়ারের বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও