You have reached your daily news limit

Please log in to continue


ল্যাপটপ চুরি হলে করণীয়

আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।

ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন

সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।

বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।

পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন