
ছবি সংগৃহীত
কৃষি ব্যাংকে পদে পদে দুর্নীতি-অনিয়ম
আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭, ০০:৪২
বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামলী শাখা। ছবি: সংগৃহীত
(প্রিয়.কম) রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের পদে পদে দুর্নীতি আর অনিয়মের হদিস পেয়েছে বাংলাদেশ ব্যাংক। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে। এমনকি গরীব কৃষকের টাকা পকেটে গুঁজেছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিত করা গেছে। তাছাড়া ব্যাংকের ৫ কোটি টাকা ক্ষতি হলেও এর হদিস নেই কোনো নথিতে।
সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর। সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪৯টি শাখার বিভিন্ন অনিয়ম ও লুটপাট সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব অভিনব ঘটনা।
সূত্র বলছে, সম্প্রতি ব্যাংকটির বিভিন্ন শাখা পরিদর্শন করে প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। পরিদর্শন প্রতিবেদনটি এরই মধ্যে কৃষি ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব শাখায় অভিনব প্রক্রিয়া অনুসরণ করে ও কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এরই মধ্যে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে।
ব্যাংকটির বাকি শাখাগুলোয়ও একই ধরনের অনুসন্ধান চালানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এতে কয়েকশ’ কোটি টাকা লোপাটের ঘটনা উদ্ঘাটন হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা। এ মুহূর্তে সারা দেশে কৃষি ব্যাংকের ১ হাজার ৩১টি শাখা রয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল বলেন, কৃষি ব্যাংকের আজকের পরিস্থিতির জন্য কিছু অসাধু মানুষ দায়ী। অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: যুগান্তর
প্রিয় সংবাদ/এএবি/এমএ