ছবি সংগৃহীত

পাঠকের প্রশ্ন: সর্দির সঙ্গে জমাট রক্ত পড়া কীসের লক্ষণ?

ফারজানা রিংকী
লেখক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৭, ০২:৩৯
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭, ০২:৩৯

সর্দির সমস্যা। ছবি: রিপন, প্রিয়.কম


পাঠকের প্রশ্ন: সর্দির সঙ্গে মাঝে মধ্যে জমাট রক্ত পড়া কীসের লক্ষণ? এটি কী জন্ডিসের লক্ষণ? নাকি অন্য রোগের লক্ষণ? তেমন কাশিও নেই। আমি এ সমস্যা থেকে কীভাবে মুক্তি পাব? এটি কী খুব খারাপ কিছুর লক্ষণ?

প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেনঃ Rana Sohel

চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আমাদের ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন। আর উত্তর জানতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা , বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের ‘প্রিয় বিশেষজ্ঞ পরিবার’।

আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। 

আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।