
পাহাড়ি লেক কাপ্তাই এর মাঝে অনন্য একটি জায়গা। ছবি- টুকটুক ইকো ভিলেজ
কাপ্তাই হ্রদের মাঝে এ যেন এক অন্য ভুবন!
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৭
(প্রিয়.কম) রাঙামাটি ভ্রমণে এখন নতুন ক্রেজ কায়াকিং। কাপ্তাই এ কায়াকিং বাদ দিলে পর্যটন শহর হিসেবে দীর্ঘদিন যাবত সুখ্যাতি অর্জনকারী রাঙামাটিতে আজ যেন কিছুই দেখার নেই। গৎবাঁধা জায়গাগুলো একবার দেখলে আরেকবার এতদূর এসে দেখার দরকার বোধ করবেন না কেউই। বিশেষ করে এখন যখন ভীষণ ভিড় লেগেই থাকে এই জায়গাগুলোতে।
রূপের নগর রাঙামাটিকে চিনতে চলুন আরও গহীনে যাই। শোহর থেকে পা বাড়াই বাইরে। যেখানে পাহাড় আছে, কাপ্তাই এর জলস্রোত আছে, আছে দেখার মতো আরও অনেক কিছুই। ঘুরে আসুন টুকটুক ইকো ভিলেজ। কাপ্তাই লেকে ঘুরতে যাওয়া অনেক পর্যটকই হয়তো নামই শোনেননি এই জায়গাটির। অথচ অবস্থান কিন্তু লেকের মাঝেই!
টুকুটুক ইকো ভিলেজ একটি চমৎকার পাহাড়ের চূড়ায়। আর পাহাড়টি কাপ্তাই লেকের মাঝে হঠাৎ জেগে উঠেছে যেন। চারিদিকে কাপ্তাই এর স্রোতস্বী জলের নৃত্য আর দূর থেকে ভেসে আসা মিষ্টি হিমেল বাতাস এরই ওপর নাম টুকটুক ইকো ভিলেজ। তবে রাঙামাটি ভ্রমণে এসে খরচ বাঁচাতে এখানে যদি থাকতে নাও চান শুধু রকমারি খাবার খেতে চলে আসতে পারেন। টুকটুক ইকো ভিলেজের রেস্তোরাঁয় পাহাড়ি-বাঙালি সব ধরণের খাবারই পাওয়া যায়। ব্যাম্বো চিকেন, কাচকি ফ্রাই, চাপিলা ফ্রাই, ডিম কেবাং, আদাফুলের ভর্তাসহ আরও অনেক সুস্বাদু খাবারের আয়োজন আছে এখানে। কাঠ আর বাঁশের কারুকাজে তৈরি রিসোর্টটি যেন প্রকৃতিরই অংশ।
৫০ একর পাহাড়ি জায়গার উপর নির্মিত হয়েছে টুকটুক ইকো ভিলেজ। পুরো জায়গাটিতে ছোট-বড় টিলা রয়েছে অসংখ্য। এখানকার কটেজগুলোও বাঁশ আর কাঠের। উপরে উন্মুক্ত আকাশ, পূর্নিমায় অবাধ জ্যোৎস্না, অমাবস্যায় অগুনতি তারা, দিনে দূর পাহাড়ের হাতছানি, আর কি চাই? কাপ্তাই এ ঘুরে বেড়াতে চান? ইকো ভিলেজ থেকেই সেই ব্যবস্থা করে দেওয়া হবে। কায়াকিংসহ কাপ্তাই এর জনপ্রিয় ভ্রমণস্থলগুলোতে যাওয়ার ব্যবস্থাও করে থাকে টুকটুক। ঝিঁঝিঁ পোকা আর অসংখ্য পাখির কিচিরমিচিরে মুখর ইকো ভিলেজটি নামে গ্রাম হলেও এখানে সব রকম নিরাপত্তা ব্যবস্থাই রয়েছে ভ্রমণকারীদের জন্য।
প্রকৃতির অমোঘ রূপ উপভোগ করতে করতে দলবল নিয়ে আড্ডায় মেতে উঠতে পারেন ইকো ভিলেজের সাজানো গোলঘরে। ১৫টি গোলঘর রয়েছে এখানে। শিশুদের খেলার জন্য আছে বেশ বড় একটি খেলার মাঠ। কাঠের ব্রিজ সৌন্দর্য বাড়িয়েছে টুকটুক ইকো ভিলেজের। প্রাকৃতিকভাবে অসংখ্য গাছের সমারোহ থাকার পরও ইকো ভিলেজের উদ্যোগে লাগানো হয়েছে নানান ফলজ, বনজ ও ঔষধি গাছ। ফুলে ফুলে সাজানো একটি পার্কও আছে এখানে।
গুগল ম্যাপে দেখে নিন টুকটুক ইকো ভিলেজ।
অবস্থান:
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের শহীদ মিনার এলাকা থেকে কাছে টুকুটুক ইকো ভিলেজ।
কিভাবে যাবেন:
কাপ্তাই লেকের মাঝে যেহেতু ইকো ভিলেজটি তাই যেতে হলে বোটই ভরসা। শহীদ মিনার এলাকা থেকে এদের নিজস্ব বোটেই যেতে পারবেন।
যোগাযোগ:
যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন। তাহলে তারাই বোট পাঠিয়ে আপনাকে রিসোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। থাকার জন্য বুকিংটাও আগে ভাগে নিশ্চিত করে নেওয়াই ভালো। টুকটুক ইকো ভিলেজের ফোন নং- ০১৭১৭০৭২৫১০।
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
সম্পাদনাঃ প্রিয় ট্রাভেল/ জিনিয়া
প্রিয় ট্রাভেল সম্পর্কে আমাদের লেখা পড়তে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজে। যে কোনো তথ্য জানতে মেইল করুন [email protected] এই ঠিকানায়। ভ্রমণ বিষয়ক আপনার যেকোনো লেখা পাঠাতে ক্লিক করুন এই লিংকে - https://www.priyo.com/post।
- ট্যাগ:
- ভ্রমণ
- পর্যটন শিল্প
- ভ্রমণ
- রাঙ্গামাটি