
ছবি: সংগৃহীত
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের চমক
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:২১
(প্রিয়.কম) ফুটবলে ছেলেদের দুরবস্থা। এক বছরেরও বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না জাতীয় দল। গত বছর ভুটান-ভরাডুবির পর থেকেই নির্বাসনে মামুনুল ইসলামরা। তাই র্যাংকিংয়েও ধারাবাহিকভাবে অবনমন হয়েছে তাদের। এক পর্যায়ে ফিফা র্যাংকিংয়ের ২০০ নম্বরের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। এখন না খেললেও অন্য দলগুলোর বাজে পারফরম্যান্সের কারণে ১৯২তম স্থানে আছে লাল-সবুজের দলটি।
সেই বিচারে বাংলাদেশের মেয়েরা ধারাবাহিকভাবে উন্নতি করছে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল- সব পর্যায়ে মেয়েরা সাফল্য পাচ্ছে। তার প্রমাণ বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) ঘোষিত সর্বশেষ র্যাংকিং। ফিফা নারী র্যাংকিংয়ে ছয় ধাপ উন্নতি করে ঠিক ১০০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।
এই প্রথম নারী ফুটবলে ১০০ দলের মধ্যে গোলাম রব্বানী ছুটনের দল। বাংলাদেশের মেয়েদের মোট পয়েন্ট ১০০৩। বাংলাদেশের ওপরে থাকলেও এক ধাপ অবনমিত হয়ে র্যাংকিংয়ের ৫৭ নম্বরে নেমে গেছে প্রতিবেশী দেশ ভারত। দক্ষিণ এশিয়ায় সাবিনা খাতুনদের ওপরে আছে হিমালয়ের দেশ নেপালও। তিন ধাপ উন্নতিতে তাদের অবস্থান এখন ৯১তম।
মেয়েদের র্যাংকিংয়ে প্রথম তিনটি দলের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে যুক্তরাষ্ট্র। দুইয়ে জার্মানি আর তিনে আছে ইংল্যান্ড।
প্রিয় স্পোর্টস/আশরাফ