
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে রিশাদ
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো বল করার ফল পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন। এই লেগ স্পিনিং অলরাউন্ডার বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন। এটাই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। এছাড়া উন্নতি হয়েছে লিটন দাস, পারভেজ হোসেনদেরও।
বুধবার আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় ২৯ থেকে পাঁচ ধাপ এগিয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি। পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে দল হেরে গেলেও ভালো বল করেছিলেন রিশাদ। ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যায় সেরা অবস্থায়। লঙ্কানদের বিপক্ষে ৮৩ রানের জয়ের ম্যাচে ৩.২ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট পান তিনি।
রিশাদের মতন সুখবর পেয়েছেন লঙ্কান পেসার নুয়ান তুশারা। ৯ ধাপ এগিয়ে তার অবস্থান ১৬ নম্বরে। বিনুরা ফার্নেন্দো ২২ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে আছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়, লিটন দাস ও পারভেজ হোসেনের। অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম ও জাকের আলি অনিকের। টি-টোয়েন্টিতে প্রত্যাশা অনুযায়ী রান না পেলেও হৃদয় এক ধাপ এগিয়ে ৪১ নম্বরে। তিনিই বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলা লিটন ৭ ধাপ এগিয়ে আছেন ৪৫ নম্বরে। তানজিদ দুই ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে, জাকের পাঁচ ধাপ পিছিয়ে ৭০ নম্বরে নেমে গেছেন।
প্রতিপক্ষ শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস ছন্দে থাকার প্রমাণ হিসেবে তিন ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে ঠাঁই পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।