কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এ কেমন বোলিং অ্যাকশন! ছবি: সংগৃহীত

অশ্বিনের অদ্ভুত ডেলিভারি ঘিরে বিতর্ক, দেখুন ভিডিওতে

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ১৫:৩৫
আপডেট: ২০ জুলাই ২০১৯, ১৫:৩৫

(প্রিয়.কম) তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্দিগুল ড্রাগন বনাম চিপক সুপার গিলিসের মধ্যকার খেলা চলছিল। শেষ দুই বলে ১৭ রান প্রয়োজন ছিল চিপক সুপার গিলসের। বোলিং আক্রমণে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ সময় দৌড়ে এসে হাত না ঘুরিয়েই বল ছোঁড়েন ভারতীয় এই স্পিনার।

অশ্বিনের এমন অদ্ভুত ডেলিভারি দেখে ব্যাটসম্যান, আম্পায়ার অবাক হয়ে যান। অশ্বিনের সেই ডেলিভারি অবশ্য লেগ-স্টাম্পের কিছুটা বাইরে গিয়ে পড়ে। ফলে ওয়াইড-এর সিগন্যাল দেন আম্পায়ার। ম্যাচটা ১০ রানে জিতে নেয় অশ্বিনের দল দিন্দিগুল ড্রাগন।

ম্যাচ শেষে আলোচনায় অশ্বিনের সেই ডেলিভারি। ভারতীয় স্পিনারের অদ্ভুত অ্যাকশনের সেই ডেলিভারির একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করে বলেন, এ আবার কেমন ডেলিভারি!

ভিডিওতে দেখুন অশ্বিনের সেই অদ্ভুত ডেলিভারি-

ব্যাটসম্যানকে বিপদে ফেলতে তিনি এর আগেও একাধিকবার অদ্ভুত অ্যাকশনে বল করেছেন। কিন্তু এবার যেটা করলেন তা এর আগে ক্রিকেটপ্রেমীরা দেখেছেন কিনা সন্দেহ! অ্যাকশনটা এতটাই অদ্ভুত যে, সমর্থকদের প্রশ্ন ক্রিকেট অভিধানে এমন ডেলিভারির করার নিয়ম আছে?

প্রিয় খেলা/আশরাফ