কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৮:৫৫
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৮:৫৫

(প্রিয়.কম) চোটে পড়ে শেষ মুহূর্তে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন মাশরাফি বিন মুর্তজা।

১৯ জুলাই, শুক্রবার রাতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের পুরোটাই মাশরাফি খেলেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে। শুক্রবার সফর-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অবশ্য বলছিলেন, অনেকটা সেরে উঠেছেন। তবে সংবাদ সম্মেলনের কিছু পরই বাংলাদেশ শিবির পেল বড় দুঃসংবাদ, শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফির।

সন্ধ্যায় বোলিং অনুশীলন করতে গিয়ে আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফি। বোলিং করতে গিয়ে হঠাৎই পড়ে যান তিনি। এরপর ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠের বাইরে চলে যান তিনি। পরবর্তী সময়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, চোট গুরুতর। শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না মাশরাফির।

বিসিবির চিকিৎসক আরও জানিয়েছেন, মাশরাফির অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।

প্রিয় খেলা/আশরাফ