কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

নিখোঁজ বাবাকে ফেরত চাইল ছোট্ট নাফি

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ১৬:২৮
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ১৬:২৮

(প্রিয়.কম) নিখোঁজ আইটি পেশাজীবী আতাউর রহমান শাহীনের ছেলে তার বাবাকে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছে।

৩ জুলাই, বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৯ বছর বয়সী নাফি এই আবেদন করে। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজধানীর মিরপুরে অবস্থিত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র তাশদীদ আন নাফি তার আবেদনে বলে, ‘বাবা সেদিন দুপুরে আমাকে ফোন দিয়েছিল। বলেছে, সন্ধ্যায় ফিরবে, আর ফেরেনি। আমি আমার বাবাকে খুব মিস করি। দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দিন। তিনি গত দুই মাস থেকে নিখোঁজ রয়েছেন।’

সংবাদ সম্মেলনে নিখোঁজ শাহীনের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া আখতার বলেন, ‘গত ২ মে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তার স্বামীকে কয়েকজন অপরিচিত লোকেরা তুলে নিয়ে যায়। তারপর দুই মাস কেটে গেল। শাহীনের কোনো খোঁজ পাওয়া গেলো না। এখন তাকে (স্বামী) ছাড়া প্রতিটি মুহূর্ত মনে হয় হাজার বছরের মতো দীর্ঘ। আমি অন্তঃসত্ত্বা। আমার একটি ছোট ছেলে রয়েছে। এমন পরিস্থিতিতে স্বামীর উপস্থিতি ছাড়া আমি চরম অনিশ্চিত জীবন-যাপন করছি।’

তানিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু ছিল না, অফিসে কারও সঙ্গে সমস্যা ছিল না, রাজনীতিও করতো না। যারা তাকে তুলে নিয়ে গেছে তাদের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে। তারপরও কেন তাদের ধরা সম্ভব হচ্ছে না? আমি নিশ্চিত সরকার ভালোভাবে তদন্ত করলে আমরা তাকে ফিরে পাব। তাই আমি তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’

প্রিয় সংবাদ/রুহুল