কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ২৮ জুন, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ০৮:৩৩
আপডেট: ২৮ জুন ২০১৯, ০৮:৩৩

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরও একটি টিপস।

প্লেট ধোয়ার পর দেখতে পরিষ্কার হলেও অনেক সময়েই প্লেটে থেকে যায় বিচ্ছিরি বাজে গন্ধ। বিশেষ করে মাছ বা মাংস খাওয়া হলে। যতই ধোয়া হোক না কেন, এঁটো-কাটা কিংবা ডিটারজেন্টের গন্ধ থেকেই যায়? জানিয়ে দিচ্ছি বিচ্ছিরি এই গন্ধ দূর করার পদ্ধতি।

একটি কাপড়ে বা টিস্যুতে ভিনেগার মেখে নিন। এই কাপড় বা টিস্যু দিয়ে ধোয়া থালা-বাসন ধুয়ে নিন, ভালো করে শুকিয়ে নিন। যে কোন বাজে গন্ধ একেবারে চলে যাবে।

প্রিয় লাইফ/আশরাফ