কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খেলা শেষে অপরাজিত সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের সঙ্গে মাঠ ছাড়ছেন অজি খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

লড়াকু মানসিকতা প্রদর্শনে বাংলাদেশ বন্দনায় ক্রিকেট বিশ্ব

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ১০:০৮
আপডেট: ২১ জুন ২০১৯, ১০:০৮

(প্রিয়.কম) বিশ্বকাপের শুরুতে প্রথম ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ ৩৩০ রান তুলেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তোলা সেই রান অস্ট্রেলিয়ার বিপক্ষে টপকে গেছে বাংলাদেশ। করেছে আরও ৩ রান বেশি। তবে নিজেদের রেকর্ড সংগ্রহ তুলেও এদিন মুখ মলিন করেই মাঠ ছাড়ল মাশরাফি বিন মুর্তজার দল। কারণ স্কোরকার্ডে  ৩৩৩ রান জমা করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ।

ম্যাচ হারলেও টাইগারদের এই লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে সবাইকে। মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরির সাথে মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে চলছে বাংলাদেশ বন্দনা। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের পাশাপাশি অন্যান্য দেশের সমর্থকরাও মাশরাফি বাহিনীর লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন।

চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট বিশ্বের প্রতিক্রিয়া-

প্রিয় খেলা/আশরাফ