কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত

কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন সোনিয়া

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ জুন ২০১৯, ১৫:১০
আপডেট: ০১ জুন ২০১৯, ১৫:১০

(প্রিয়.কম) ভারতে কংগ্রেসের সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন ইউপিএ (সংযুক্ত প্রগতিশীল জোট) চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

১ জুন, শনিবার সকালে সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কংগ্রেসের নব-নির্বাচিত ৫২ জন সাংসদ ও রাজ্যসভার সদস্যদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে সোনিয়া গান্ধীর নাম নেতা হিসেবে প্রস্তাব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঐক্যমতের ভিত্তিতেই নেতা নির্বাচিত হন সনিয়া।

সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। উত্তর প্রদেশের রায় বরেলি থেকে লোকসভায় জিতে এসেছেন তিনি। যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে নিজের বক্তব্যে ধন্যবাদ জানান সোনিয়া। 

এদিকে দলের পরাজয় মেনে নিয়ে পদত্যাগের আভাস দেওয়ার পর এই প্রথম দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী।

প্রিয় সংবাদ/আশরাফ/রুহুল