কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (বামে) ও অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী দিতে বললেন শতভাগ; পাকিস্তান করলো ১০৫!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০১ জুন ২০১৯, ১০:১৯
আপডেট: ০১ জুন ২০১৯, ১০:১৯

(প্রিয়.কম) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে হোয়াইটওয়াশ। এর আগে দক্ষিণ আফ্রিকায় হার- সব মিলিয়ে টানা ১০টি ওয়ানডে ম্যাচে হারের জ্বালা। এমনকি বিশ্বকাপের মূল মঞ্চে লড়াইয়ের আগে খেলা প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে হেরেছে পাকিস্তান। আত্মবিশ্বাস যেন তলানীতেই ঠেকেছিল।

তাই তো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সরফরাজ আহমেদের দলকে, মানে উত্তরসূরিদের উদ্দেশে টুইট করে উপদেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক তার টুইট বার্তায় বলেছিলেন, শতভাগ দিয়ে খেলো। যদিও ফলাফল শূন্য। পাকিস্তান দল স্বাদ পেয়েছে ১১তম হারের।

ম্যাচের আগে ইমরান খান তার টুইটে লিখেছিলেন, ‘আজকের জন্য পাকিস্তান দলের প্রতি আমার উপদেশ থাকবে এটাই, যা আমি প্রতি ম্যাচের আগে দলের সতীর্থদের বলতাম। নিজের শতভাগ উজার করে দাও, শেষ বল পর্যন্ত লড়াই কর এবং মনে কখনও পরাজয়ের আতঙ্ককে জায়গা দিও না; যা তোমার কৌশল কিংবা খেলায় প্রভাব ফেলবে। পাকিস্তানি জনগণের সমর্থন এবং প্রার্থনা রইল সরফরাজদের জন্য।’

ঘটলো অবশ্য এর উল্টোটাই। ট্রেন্টব্রিজে উইন্ডিজের বোলিং তোপে ২১.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ১০৫ রানে। গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধও। ম্যাচ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে; যা বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় পরাজয়। দলের হয়ে ফখর জামান ও বাবর আজম করেন ২২ রান করে। হাফিজ করেন ১৬, আর অধিনায়ক সরফরাজের ব্যাট থেকে আসে ৮ রান। এ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি পাকিস্তানের হয়ে।

ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় তুমুল বিদ্রুপ। এই বিদ্রুপ করতে গিয়ে অনেকে টেনে এনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সেই টুইট। কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী বললেন শতভাগ দিতে, আর সরফরাজরা কিনা শতক (১০৫) পূরণ করেই অলআউট হয়ে গেল!

আবার কেউ কেউ বলছেন, ‘আজকের ম্যাচের ঠিক ৩৮ দিন আগে ইংল্যান্ডে পা রেখেছিল পাকিস্তান। ৩৮ মিনিট আগে নয়।’ আরেক ক্রিকেট প্রেমীর বক্তব্য, ‘পাকিস্তানের এমন ছোট্ট ইনিংস এবার জিআইএফ (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট)  করে আপলোড করবে আইসিসি ও স্টার স্পোর্টস।’

আবার অনেকে বলছেন, ‘যে যাই বলুক, পাকিস্তান কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে। টানা ১১টি আন্তর্জাতিক ম্যাচে হার। ভাবা যায়!’

দেখে নেওয়া যাক ক্রিকেট প্রেমীদের কিছু টুইট-

প্রিয় খেলা/রুহুল